parbattanews

খাগড়াছড়ি সদর হাসপাতালে আইসোলেশনে আনসার সদস্যের মৃত্যু,আরো ২৫ করোনায় আক্রান্ত

খাগড়াছড়ি সদর হাসপাতালে আইসোলেশনে ভর্তি এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পূর্ণজীবন চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, জ্বর,সর্দি ও কাশি নিয়ে শুক্রবার(১২ জুন) সন্ধ্যায় এক আনসার সদস্য খাগড়াছড়ি সদর হাসপাতালে আসলে তাকে করোনা রোগী সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

শনিবার (১৩ জুন) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

অপর দিকে খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলার রামগড়ে ৭ পুলিশ সদস্যসহ ৮ জন, মানিকছড়িতে এক ডাক্তার, তিন পুলিশ সদস্য ও এক ব্যাংক কর্মকর্তাসহ ৭ জন, খাগড়াছড়ি সদরে এক নার্স ও দুই পুলিশ সদস্যসহ চারজন,দীঘিনালায় তিন পুলিশ সদস্য ও মাটিরাঙায় একজন এবং দ্বিতীয় দফায় নমুনায় আরো দুইজন প্রজেটিভসহ ২৫ জন করোনা আক্রান্ত হয়েছে।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৭৮ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮জন।

তিনি জানান, এ পর্যন্ত ১২শ ৪৮ জনের নমুনা প্রেরণ করা হয়েছে। তার মধ্যে ফলাফল এসেছে ১ হাজার ৬০ জনের।

Exit mobile version