parbattanews

খাগড়াছড়ি সদর হাসপাতালে ৪ ডেঙ্গু রোগী ভর্তি

খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজন ভর্তি হয়েছেন

খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজন ভর্তি হয়েছেন। তবে তারা শংকামুক্ত। বিষয়টি নিশ্চিত করেছেন, খাগড়াছড়ি সদর হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়নময় ত্রিপুরা।

তিনি জানান, রবিবার বিকাল নাগাদ খাগড়াছড়ি সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত চার রোগী ভর্তি হয়েছে। এরা ঢাকা থেকে আক্রান্ত হয়ে খাগড়াছড়ি এসেছে। এদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা শংকামুক্ত।

তিনি আরো জানান, খাগড়াছড়ি সদর হাসপাতালে ডেঙ্গু রোগ সনাক্তের ব্যবস্থা না থাকলেও কর্তৃপক্ষ বাইরে পরীক্ষা করে ব্যবস্থা নিচ্ছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।

জানা গেছে. একমাত্র খাগড়াছড়ি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগ নির্ণয়ে ব্যবস্থা রয়েছে। ফলে প্রতিদিন সেখানে মানুষ আসছে ডেঙ্গু রোগ পরীক্ষা করাতে।

Exit mobile version