parbattanews

খাগড়াছড়ি সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স কোর্স চালু হওয়ায় আনন্দ র‌্যালি

pic 07-01-2016

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ পর্ব কোর্স চালু হওয়ায় আনন্দ র‌্যালি করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজের প্রধান ফটক থেকে আনন্দ র‌্যালি বের হয়ে শাপলা চত্বর মোড় প্রদক্ষিণ করে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনে গিয়ে শেষ হয়।

আনন্দ র‌্যালির নেতৃত্ব দেন খাগড়াছড়ি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো. মিজানুর রহমান।

পিছিয়ে থাকা জনগোষ্ঠী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য মাস্টার্স কোর্স চালু করায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে অবিলম্বে প্রিলিমিনারী মাস্টার্স কোর্স চালু, অনার্সে অন্যান্য বিষয় অন্তর্ভুক্তসহ শুন্যপদে শিক্ষক নিয়োগের দাবিও জানান শিক্ষক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হওয়া খাগড়াছড়ি সরকারি কলেজে ২০০৯ সালে সর্বপ্রথম রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স কোর্স চালু হয়। এর ধারাবাহিকতায় ২০১২ সালে ইতিহাস বিভাগে ও পরবর্তীতে চলতি বছরের ৫ জানুয়ারি সর্বশেষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স শেষ পর্ব কোর্স চালু হয়েছে।

Exit mobile version