parbattanews

খাগড়াছড়ি সরকারি ডিগ্রি কলেজের বিভিন্ন সংকট নিরসনের দাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক সংকট নিরসন, বিভিন্ন বিষয়ে অনার্স কোর্স চালু, মাস্টার্স ও বিএসসি কোর্স চালুর দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খাগড়াছড়ি জেলা শাখা।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ঝর্ণাধার কচিকাচার মেলার হল রুমে আয়োজিত ৩৫তম  প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা সরকারের কাছে এসব দাবি জানান। এসময় তাঁরা শিক্ষা ব্যবস্থা থেকে পিএসসি পরীক্ষা বাতিলের দাবি করেন।

অনুষ্ঠানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের ছাত্র বিষয়ক সম্পাদক আরিফ মঈনউদ্দিন, জেলা সাধারণ সম্পাদক অরিন্দ্র কৃষ্ণ, বাসদ (মাকস বাদি) জেলা সদস্য শাহাদাৎ হোসেন।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Exit mobile version