parbattanews

খাগড়াছড়ি সরকারী শিশু পরিবার ব্যবস্থাপনা ও মনিটরিং সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি সরকারী শিশু পরিবার ব্যবস্থাপনা ও মনিটরিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সরকারি শিশু পরিবার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

সভায় শিশু পরিবাররের কর্মচারীদের দায়িত্ব কর্তব্য যথাযথ পালন সর্স্পকে নির্দেশনা, নিয়ম ভঙ্গকারী নিবাসীদের বিষয়ে করণীয়, নিবাসের ভবন ও রান্না ঘর সংস্কার ও পার্বত্য জেলা পরিষদ কর্তৃক নির্মানাধীন ভবন সংক্রান্ত আলোচনা হয়। আলোচনাকালে পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী সরকারি শিশু পরিবারে কর্মরত কর্মচারীদের নিবাসে শিশুদের পিতৃ-মাতৃ স্নেহে দেখাশুনা করা এবং খাবারে মান বজায় রাখার পরামর্শ দেন।

শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক রোকেয়া বেগম এর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি শানে আলম, পাজেপ সদস্য সতীশ চন্দ্র চাকমা, শতরূপা চাকমা, সিভিল সার্জনের প্রতিনিধি ড. অরভিল চাকমা, জেলা সমাজসেবার উপপরিচালক মো: মনিরুল ইসলাম, পৌরসভার প্রতিনিধি আবদুল মজিদ, উপস্থিত ছিলেন। সভা শেষে পাজেপ চেয়ারম্যান ডাইনিং এর খাবার মান ও আবাসন ব্যবস্থা পরিদর্শন করেন।

Exit mobile version