parbattanews

খাগড়াছড়ি সেনাজোনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে দুই শতাধিক হতদরিদ্রেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও সাড়ে ৪৫ হাজার টাকা মূল্যের ঔষধ বিতরণ এবং ২টি হুইল চেয়ার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে খাগড়াছড়ি জেলার সদর উপজেলার গাছবান উচ্চ বিদ্যালয় মাঠে এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে খাগড়াছড়ি সদর জোন।

পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনে ১৭২জন উপজাতি এবং ২৮ জন বাঙালি জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. শামীম রহমান।

এছাড়াও মেডিকেল অফিসার হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি এমডিএস-এর বিশেষজ্ঞ চিকিৎসক মেজর ফয়সাল আহমেদ, ক্যাপ্টেন এস.এম. আব্দুস সোবহান, সদর হাসপাতালের চিকিৎসক ডা. ঝনাৎ চাকমা এবং ডা. অগ্নিভ চাকমা।

পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, সাবজোন কমান্ডার, ঘাসবন সাবজোন।

মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছে।

খাগড়াছড়ি সদর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. শামীম রহমান জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ, গরীব ও অসহায় মানুষের চিকিৎসাসেবা প্রদানে খাগড়াছড়ি সদর জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছে। ভবিষ্যতেও সদর জোনের তত্ত্বাবধানে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

Exit mobile version