parbattanews

খাগড়াছড়ি সেনা রিজিয়নের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

khagrachari-pic-01

নিজস্ব প্রতিবেদক :

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন সদর দপ্তরের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থি পুনর্বাসন সংক্রান্ত টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার(জিওসি) মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব-উল-আলম ও গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রি. জে.  মো. কামরুজ্জামানসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

একই অনুষ্ঠানে মধ্যাহ্নভোজের আগে জাতীয় পর্যায়ে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি (বালিকা) রানার আপ হওয়ার গৌরব অর্জন করায় মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করে খাগড়াছড়ি সেনা রিজিয়ন

Exit mobile version