parbattanews

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের পাল্টা সাংবাদিক সম্মেলন

খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ এর নির্বাচিত কার্যকরী কমিটির বিরুদ্ধে “মিথ্যাাচার”র প্রতিবাদে পাল্টা সাংবাদিক সম্মেলন করেছে সংগঠনের একাংশের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সকালে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একটি কুচক্রী মহল সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করতে নানাভাবে অপবাদ ও অপপ্রচার করছে। মূলত খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যকরি কমিটির সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। তারা দু’জনই পরিবহন খাতের জনপ্রিয় ব্যক্তি। যা একটি স্বার্থান্বেষী মহলের ঈর্ষার কারণ।

সাংবাদিক সম্মেলনে খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খোকন লিখিত বক্তব্য পাঠ করেন।

সাংবাদিক সম্মেলনে বলা হয়, ২০১৯ সালের ২ নভেম্বর তারিখে গঠনতন্ত্রের বৈধ নিয়ম বিধি বিধান মেনে সংগঠনের দায়িত্ব নেন সভাপতি মাহবুব আলম ও সম্পাদক খলিলুর রহমান খোকন। অথচ অপর পক্ষের জনসমর্থন না থাকা সত্ত্বে ক্ষমতা নিতে চাই। যা নিয়ম বর্হিভূত।

এতে বাধা দেয়ায় তারা সংগঠনের বর্তমান সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে গায়ের জোরে নির্বাচিত হয়েছেন বলেও অপ-প্রচার চালাচ্ছে। বর্তমান কমিটিতে অন্যায় ও অনিয়ম করে আসেননি দাবি করে অবিলম্বে সংগঠনের স্বার্থে সকলকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেতৃবৃন্দ। অন্যথায় সংগঠনের নিয়ম নীতি অনুযায়ী বিশৃংখলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন কমিটির নেতৃবৃন্দ।

সংগঠনের অর্থ আত্মসাতের বিষয়ে সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, সংগঠনের আয়-ব্যয়ের হিসাব স্পষ্টভাবে উল্লেখ করা আছে। কেউ যদি চায়, তাহলে নিরপেক্ষ অডিটের মাধ্যমেও তা নিতে পারবেন। সংগঠন সকলের, এখানে সভাপতি-সম্পাদক চাইলেও ব্যাক্তিগতভাবে টাকা উত্তোলন কিংবা খরচ করার কোনধরণের সুযোগ নেই বলেও বলেন তারা। সাংবাদিক সম্মেলনে সংগঠনের অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version