parbattanews

খাগড়াছড়ি ২৯৮ আসনে ইউপিডিএফ সমর্থিত কুমার চাকমার মনোনয়ন বৈধ

পার্বত্যনিউজ ডেস্ক:

খাগড়াছড়ি ২৯৮ আসনে পাহাড়ি সংগঠন ইউপিডিএফ সমর্থিত প্রার্থী নতুন কুমার চাকমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার(৮ ডিসেম্বর) সকালে নির্বাচন এ ঘোষণা দেয়। এসময় কমিশনের পক্ষথেকে উপস্থিত ছিলেন কমিশনার কবিতা খানম ও মাহবুব তালুকদার।

এ ঘোষণায় খাগড়াছড়ি সংসদীয় আসনে নির্বাচনে ফিরেছে প্রসীত খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। বিষয়টি নিশ্চিত করে ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা জানান, ‘এটি জনগণের প্রাথমিক বিজয়। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে জেতার জন্য মাঠে নামবে ইউপিডিএফ।

এর আগে ২রা ডিসেম্বর মনোনয়নপত্রে দাখিলকৃত ১ শতাংশ ভোটার তালিকা সংক্রান্ত জটিলতার কারণে ইউপিডিএফ‘র সমর্থিত প্রার্থী নতুন কুমার চাকমা মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটানিং কর্মকর্তা। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে মনোনয়ন বৈধতা ফিরে পান ইউপিডিএফ প্রার্থী নতুন কুমার চাকমা।

খাগড়াছড়ি আসনে দেশের বড় দুই আ’লীগ ও বিএনপি’র সাথে ভোটের লড়াইয়ে নামবে ইউপিডিএফ। বিগত নির্বাচনের ভোটের হিসেব করলে দেখা যায়, খাগড়াছড়ি সংসদীয় আসনে ইউপিডিএফ প্রতিপক্ষ হিসেবে শক্ত অবস্থানে।

ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমা দাবি করেন,‘জনগণ যদি তাঁর ভোট সুষ্ঠুভাবে দিতে পারে তবে ইউপিডিএফ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

মোট ভোটারের ৪ লাখ ৪১ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৬ হাজার ৪৯১ জন এবং মহিলা ভোটার ২,১৫,৭৪৬ জন।

উল্লেখ্য, খাগড়াছড়ি জেলায় একাদশ সংসদ নির্বাচনে ৯ উপজেলায় ১৮৭ কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে তিনটি দুর্গম কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহারের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

Exit mobile version