parbattanews

খুব শীঘ্রই ২১টি পরিবারকে পূর্ণবাসন করা হবে: বিজিবি সেক্টর কমান্ডার

  unnamed (2) copy

দীঘিনালা প্রতিনিধি:

খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মতিউর রহমান বলেছেন, খুব শিঘ্রই ২১টি পরিবার পূণর্বাসনের একটি সুখবর দেয়া যাবে। আমরাও চাই তারা পূণর্বাসিত হোক। সবাই ইতিবাচক ভূমিকা রাখলে সমস্যা সমাধান হবেই। সমস্যার সমাধান হলে মামলা ও রিট সবই প্রত্যাহার হবে।

সোমবার দীঘিনালার উপজেলার বাবুছড়া ৫১বিজিবি’র দরবার হলে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৫১বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, থানার দ্বিতীয় কর্মকর্তা (এসআই) হিমেল চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমা ও প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন হেডম্যান (মৌজাপ্রধান), কার্বারী (গ্রামপ্রধান) উপস্থিত ছিলেন।

জনপ্রতিনিধিরা বক্তব্যে বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে ২১পরিবারকে পূর্ণবাসন করা প্রয়োজন। বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের কারণে ২১টি পরিবার গত দুই বছর মানবেতর জীবনযাপন করছে। এছাড়াও বিজিবি কর্তৃক দায়েরকৃত মামলাও প্রত্যাহারের অনরোধ জানানা হয়।

Exit mobile version