parbattanews

খুরুস্কুলে সংখ্যালঘুদের উপর হামলাকারীদের শাস্তি দাবী

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের সদর উপজেলার খুরুস্কুলে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে পেকুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গত ১ জুন পেকুয়া কেন্দ্রীয় দুর্গা মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বিশ্বাসের সভাপতিত্ব  সেক্রেটারী অর্পণ দেব নাথের পরিচালনায় অনুষ্টিত হয়।

এতে বক্তব্য রাখেন মাষ্টার অনিল চন্দ্র সুশীল, ডাক্তার সাইরা চন্দ্র সুশীল, ডাক্তার পিন্টু বিশ্বাস, ডাক্তার দুলাল সুশীল, মিতুল বিশ্বাস, ডাক্তার সুকুমার দেবনাথ, ডাক্তার বাবুল সুশীল, নটন সুশীল, রাজীব সুশীল, মিলন দেব নাথ, লিটন দেব নাথ, উৎপল দেব নাথ, বাদল দেব নাথ, সজীব দেব নাথ, বিমল সুশীল, মাষ্টার মিণ্টন সুশীল, সুনীল সুশীল, প্রণব সুশীল, সজল সুশীল, ভবতোষ সুশীল, রুপক বিশ্বাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নির্বাচনে পরাজিত হয়ে সন্ত্রাসী চক্রের সদস্যরা খরুস্কুলে সংখ্যালঘুদের উপর যে হামলার ঘটনা করেছে তা কোন ক্রমেই মেনে নেওয়া যায় না। প্রশাসন যদি কোন ধরনের ব্যবস্থা না নিলে সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের শাস্তি নিশ্চিত করতে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারন করেন তারা।

Exit mobile version