parbattanews

খৃষ্টীয় ভাবধারার পরিবর্তে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার দাবি উপজাতীয়দের

স্টাফ রিপোর্টার :

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন উপজাতির জনগণ খৃষ্টীয় ভাবধারার পরিবর্তে তাদের নিজস্ব মাতৃভাষায় সরকারি কারিকুলাম প্রণয়নের মাধ্যমে প্রাথমিক শিক্ষা গ্রহণের দাবি জানিয়েছে।

গতকাল শুক্রবার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এথনিক কাউন্সিল ও সিএলএনবি কর্তৃক আয়োজিত ‘আদিবাসী নয়, ক্ষুদ্র জাতিসত্তার অধিকার চাই’ শীর্ষক এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। বেসরকারি সংগঠন সিএলএনবি’র চেয়ারম্যান হারুনুর রশীদের সঞ্চালনায় এবং ক্ষুদ্র জাতিসত্তা ‘মুন্ডা’র নেতা নবীন পাহানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক নেত্রী রিতা চাকমা, রিয়া চাকমা, জান্নাত ফাতেমা, প্রাথমিক শিক্ষক নেতা মৃগেন্দ্র মোহন সাহা, মানবাধিকার কর্মী এডভোকেট শেখ মো. জাকির হোসেন,  জল-জলা কৃষি জমি রক্ষা আন্দোলনের নেতা শাহজাহান কবির জহির, বাংলাদেশ ভূমিহীন সমিতির নেতা সুবল সরকার প্রমুখ।

 বক্তারা বলেন, “সংবিধানে স্বীকৃত ক্ষুদ্র জাতিসত্তাগুলোর নিজস্ব সংস্কৃতির আলোকে পৃথক ট্রাস্ট গঠন ও সরকার ঘোষিত সংরক্ষিত চাকরি কোটা প্রত্যেক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে সমানুপাতে বণ্টন করে দিলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত হবে।”

 বক্তারা গির্জা কর্তৃক রোমান বর্ণে লেখা বইয়ের পরিবর্তে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিজস্ব বর্ণমালায় প্রণীত সরকারি কারিকুলাম অনুযায়ী পাঠ্যবই রচনা, বিনামূল্যে সরবরাহ ও সংশ্লিষ্ট ভাষাভাষী শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের জন্যও দাবি জানান।

সূত্র: দৈনিক সংগ্রাম।

Exit mobile version