parbattanews

খেলাপীদের কাছ থেকে ঋণ আদায়ে রাঙামাটি পৌরসভার পোস্টারিংয়ের সিদ্ধান্ত

রাঙামাটি সংবাদদাতা:

দুয়ারে দুয়ারে গিয়ে বারবার বলে আসার পরও কাজ না হওয়ায় এবং পরবর্তীতে স্থানীয় ক্যাবল অপারেটরদের মাধ্যমে ডিশ লাইনে প্রচার করেও আশানুরূপ কোনো ফলাফল না পাওয়ায় পৌরসভার কর খেলাপীদের নামের তালিকা প্রকাশ করে শহরজুড়ে পোষ্টারিং করার উদ্যোগ হাতে নিয়েছে রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষ। পৌরসভা সূত্রে জানাগেছে, এবারের তালিকায় বর্তমান সরকারের রাঙামাটি শহরের প্রভাবশালী নেতারাই ঋণ খেলাপীর তালিকায় বেশি। তার মধ্যে প্রথম সারির নেতাও রয়েছে। আজ বুধবার রাঙ্গামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো বিষয়ে এক পৌরভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।

তিনি বলেন, রাঙ্গামাটি পৌরসভার প্রায় ২ কোটি টাকারও বেশী পৌরকর বকেয়া থাকায় পৌর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরদেন পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, এ সময় রাঙ্গামাটি পৌরসভার কর সেকশনের উর্ধ্বতন কর্মকর্তা মোঃ নুরুল আমিন, মোঃ ফারক হোসেন ও অনিক দেওয়ানসহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম পর্যায়ে সর্বোচ্চ কর খেলাপী ৩০ জনের বিরুদ্ধে পোস্টারিং করা হবে। বাকীদেরকে পর্যায়ক্রমে এই তালিকায় নিয়ে আসা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Exit mobile version