‘গণতন্ত্র ফিরে পেতে সালাহউদ্দিনকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে’

fec-image

কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন ঝাকঝমক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২২ এপ্রিল) বিকাল ৩টায় বারবাকিয়া জেলি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও সদর ইউপির বার বার নির্বাচিত চেয়াম্যান এম বাহাদুর শাহ এর সভাপতিত্বে ও সদস্য সচিব ইকবাল হোছাইন ও উপজেলা শ্রমিকদলের সভাপতি মজিবুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক ছিলেন, কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি উখিয়া টেকনাফ আসনের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী। উক্ত দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম। এতে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা বি এন পির সাধারণ সম্পাদক এডভোকেট শামীমা আরা স্বপ্না।

এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সহ-সভাপতি এনামুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌং, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক এম মুক্তার আহমেদ, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি অধ্যাপক আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মীর মোশারফ হোসেন টিটু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, জেলা মহিলাদলের সভানেত্রী নাছিমা আক্তার বকুল, মহেশখালী উপজেলা বিএনপি’র সভাপতি আবু বক্কর, জেলা বি এন পির ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদুল হক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম।

এসময় বক্তব্য রাখেন পেকুয়া সদর পূর্ব জোনের সভাপতি আবু বক্কর, শিলখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদু রশিদ, টৈটং ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন , উজানটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মিন্টু, রাজাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর, মগনামা ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল চৌধূরী, বারবাকিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার ইউনুচ এমইউপি, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কাররান জাদিদ মুকুট, পেকুয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি মুজিবুল হক চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আহছান উল্লাহ, উপজেলা মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু, উপজেলা ছাত্রদলের আহবায়ক এম ফরহাদ হোছাইন। উক্ত সম্মেলন ও দ্বি বার্ষিক কাউন্সিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলসহ জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠনের হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলে দলে মিছিলসহ নেতাকর্মীরা সভা স্থলে উপস্থিত হয়ে সভাস্থল কানায় ভরপূর হয়ে যায়। যেন জাতীয়তাবাদী পরিবারে প্রাণের উচ্ছাস ফিরে পেয়েছে।

মঞ্চে দেখা যায় কক্সবাজারের সূর্য সন্তান উন্নয়নের কান্ডারী সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদের জন্য একটি সুসজ্জিত চেয়ার রেখে দিয়েছে সেই চেয়ারে বসে আছে সালাহউদ্দিন আহমদের ছবি সম্বিলিত একটি প্লেকার্ড। সম্মেলন শুরু হওয়ার আগে জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় পতীকা ও দলীয় পতীক উত্তোলনসহ কবুতর উড়িয়ে সম্মেলনের শুভ সূচনা করেন জাতীয় ও জেলার নেতারা।

প্রধান অতিথির বক্তব্য মাহাবুবের রহমান শামীম বলেন, নিরপক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হতে হবে। শেখ হাসিনা সরকারের অধীনে আর কোন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। গণতন্ত্র ফিরে পেতে সঠিক নেতৃত্বের মাধ্যমে কক্সবাজারের সূর্য সন্তান উন্নয়নের কান্ডারী সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদকে দেশের মাটিতে ফিরে আনতে হবে। শেখ হাসিনা সরকারের আমলে গুম খুনের রাজত্ব চলছে। বর্তমানে দ্রব্যমূল্যের যে উবর্ধগতি তা বলার মত নই প্রতিবাদ করলে আওয়ামী পুলিশ বাহিনী দিয়ে চালায় নির্যাতন করে উল্টো মিথ্যা মামলা সহ নানা হয়রানি। বিএনপির কোন নেতাকর্মী নেই ডজনখানেক মামলার আসামী হয়নি এ সরকার আমলে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন