গণপিটুনি রোধে স্কুলে-স্কুলে পুলিশের সচেতনমূলক কার্যক্রম

fec-image

পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে’ এই গুজবকে কেন্দ্র করে ছেলেধরা সন্দেহে গণপিটুনি রোধে রাঙ্গামাটি জেলার শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর ছাত্র-ছাত্রীদের মাঝে সৃষ্ট ভয়-ভীতি দূর করা ও সচেতনতা সৃষ্টি করতে জেলার প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) স্ব-স্ব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে গুজব প্রতিরোধে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে নির্দেশ দেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর, পিপিএম-সেবা।

মঙ্গলবার (২৩ জুলাই) সকালে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক থানার কর্মকর্তারা ছেলেধরা গুজব রোধে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক ওঅভিভাবকদের সচেতনতামূলক ধারণা প্রদান করেন।

কাউকে ছেলেধরা সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ অথবা রাঙ্গামাটি জেলা পুলিশের কন্টোল রুম ০৩৫১-৬২০৪৪ এ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানান এবং ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন পুলিশের কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন