parbattanews

গণমাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ 

খাগড়াছড়িতে কর্মরত পেশাজীবী সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

গণমাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে ও নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের দাবীতে খাগড়াছড়িতে কর্মরত পেশাজীবী সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে আদালত সড়কে সমাবেশ করে।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরুন কুমার ভট্টাচার্য, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক কানন আচার্য।

সংহতি প্রকাশ করেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহরে মুহাম্মদ ও টিভি জার্নালিস্ট এসোসিয়েশন, খাগড়াছড়ির সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।

সমাবেশে বক্তারা বিভিন্ন গণমাধ্যম অফিসে সাংবাদিক ছাঁটাই বন্ধ, ঈদের আগে বেতন-বোনাস প্রদান ও জাতীয় সংসদে গণমাধ্যম কর্মী আইন পাশ করাসহ সংবাদপত্র শিল্পের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ জানানো হয়।

Exit mobile version