parbattanews

গত ৬ দিন ধরে বিদ্যুৎ নেই খাগড়াছড়ির দীঘিনালায়

দীঘিনালা প্রতিনিধি

টানা ৬ দিন বিদ্যুৎ নেই পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ ঠিক হবে এব্যাপারে কোন তথ্যও দিতে পারেননি বিদ্যুৎ বিভাগের সাথে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা। ফলে ভূতুড়ে নগরীতের পরিণত হয়েছে পুরো উপজেলা। বিদ্যুতের অভাবে এলাকাবাসীর দুর্ভোগ চরমে। ফলে তাদের মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ।

এই বিষয়ে উপজেলা বিদ্যুৎ অফিসের কর্মকর্তা মো. জয়নাল আবদীন জানান, ঝড়ে আমাদের দীঘিনালা ইউনিটের একটি ট্রান্সফারমার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বিদ্যুৎ সংযোগ দিতে পারছিনা, এর মেরামতের কাজ চলছে। তবে কবে নাগাদ বিদ্যুৎ সংযোগ দেয়া হবে এই ব্যাপারে সঠিক কোন তথ্য দিতে পারেনি তিনি।

এদিকে বিদ্যুৎ না থাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ র্নিভর সকল কাজকর্ম, বন্ধ রয়েছে । এছাড়া বর্তমান দেশের পরিস্থিতির খবরা-খবর দেখতে না পারার কারণে অনেকের মধ্যে ক্ষোভ বিরাজ করেছে।

Exit mobile version