গরমে প্রশান্তিতে ইনভার্টার এয়ার কন্ডিশনার

fec-image

ঘরের তাপমাত্রা কমিয়ে তীব্র গরম থেকে বাঁচিয়ে মানুষকে শান্তি দিতে পারে এয়ার কন্ডিশনার (এসি)। বর্তমানে আধুনিক পরিবারগুলোও নিজেদের ঘরেফেরা সময়টাকে আরামদায়ক করতে ঘরে এসি নিয়ে আসছেন। বিভিন্ন হোম- অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠানগুলোও মানুষের প্রয়োজনমাফিক বিভিন্ন ধরণের এয়ার কন্ডিশনার বাজারে এনেছে। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স কনজ্যুমার ব্র্যান্ড স্যামসাং’ও অত্যাধুনিক প্রযুক্তির মানসম্মত এসি এনেছে বাজারে। আরামদায়ক ও সহজে ব্যবহার উপযোগী হওয়ায় ইদানিং মানুষের মাঝে ইনিভার্টার প্রযুক্তির এসিগুলোর চাহিদা বাড়ছে। ইতোমধ্যে, স্যামসাং’র ডিজিটাল ইনভার্টার এসিগুলোও ক্রেতাদের নজর কেড়েছে।

অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ স্যামসাং’র ইনভার্টার এ এসিগুলোতে রয়েছে ৮ পোল ডিজিটাল ইনভার্টার প্রযুক্তি; এটি প্রয়োজনমাফিক ঘরের আরামদায়ক তাপমাত্রা বজায় রাখে এবং বিদ্যুৎ খরচ কমিয়ে আনে। সাধারণ এসির কমপ্রেসর বারবার চালু-বন্ধ হয়, তাই অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়। কিন্তু, এ এসির কমপ্রেসর সেন্সরের মাধ্যমে ঘরের তাপমাত্রার ওপর নির্ভর করে মোটর পুরোপুরি বন্ধ না করে মোটরের গতি কমিয়ে দেয়। ফলে, এটি একইসাথে যেমন সাশ্রয়ী তেমনই পরিবেশবান্ধব।

ঘরে ফিরেই দ্রুত ঘর ঠাণ্ডা করতে এই এসিতে আছে ফাস্ট কুলিং মুড; যা সর্বোচ্চ ৩০ মিনিটে ঘর ঠাণ্ডা করে। এর ২ স্তর বিশিষ্ট কুলিং মুড থাকায় প্রথমে এটি দ্রুত ঘরকে ঠাণ্ডা করে ফেলে, পরে প্রয়োজন অনুযায়ী ঘরের তাপমাত্রা নিশ্চিত করে আরায়মদায়ক পরিবেশ তৈরি করে। সাধারণ এসির তুলনায় এ এসি আরও ভালোভাবে পরিবেশের সাথে ঘরের তাপমাত্রাকে মানানসই করে নেয়। এছাড়াও, ৮ পোল ডিজিটাল ইনভার্টার প্রযুক্তির ফলে এটি চলার সময় কম্পন ও শব্দ কমিয়ে স্বস্তিদায়ক পরিবেশ দেয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অনেক সময় ইলেকট্রিক পণ্যগুলো ক্ষতিগ্রস্থ হয়। তবে, এ এসিগুলো নিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও দুশ্চিন্তা করতে হবে না। এতে রয়েছে ট্রিপল প্রটেক্টর প্লাস প্রযুক্তি ও অ্যান্টি-কর্রসিভ আবরন, ফলে স্ট্যাবলাইজার ছাড়াই এটি ওভারলোড প্রতিরোধ করতে পারবে এবং চরম তাপও সহ্য করতে পারবে। উন্নত ডুরাফিন কনডেন্সার ব্যবহৃত হওয়ায় এ এসিগুলো ৩৬ শতাংশের বেশি বেধ পর্যন্ত ক্ষয় প্রতিরোধী এবং কন্ডেনসারকে দ্রুত মরিচা পড়া থেকে রক্ষা করে। পাশাপাশি, প্রচণ্ড তাপমাত্রায়ও নির্বিঘ্নে কাজ করে।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে স্যামসাং এ চলছে জমজমাট ঈদ ক্যাম্পেইন- ‘বিগ অফার ঈদ জমবে এবার’। ক্যাম্পেইনে ক্রেতারা উপভোগ করতে পারবেন ১২ হাজার টাকা পর্যন্ত আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। এছাড়াও, এসি এক্সচেঞ্জ অফারে থাকছে ১৪ হাজার টাকা পর্যন্ত ছাড়ের বিশাল সুযোগ। দুর্দান্ত অফারের এ ক্যাম্পেইনটি চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

ক্রেতাদের রুমের সাইজ ও বাজেট অনুযায়ী স্যামসাং’র ইনভার্টার এসিগুলো ১ টন, ১.৫ টন ও ২ টন – যা পাওয়া যাচ্ছে ৬৭,৯০০ থেকে ৯৮,৪০০ টাকার মধ্যে। সাথে আছে ১০ বছরের কমপ্রেসর ওয়্যারেন্টি, ১ বছর পার্টস ওয়্যারেন্টি ও ১ বছরের সার্ভিস ওয়্যারেন্টি। এছাড়াও, ফ্রি হোম ও অফিস ডেলিভারি এবং ফ্রি ইন্সটলেশন সুবিধা তো থাকছেই।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন