parbattanews

গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

জেলা প্রতিনিধি, বান্দরবান:

পার্বত্যাঞ্চলের ৩ জেলার গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করলো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। আজ শনিবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর এমপি প্রধান অতিথি হিসেবে থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন। তিন পার্বত্য জেলার মোট ৮১৩ জন শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়।

উন্নয়ন বোর্ড কর্মকর্তা নুরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, বান্দরবান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের, বান্দরবান মহিলা কলেজের অধ্যক্ষ বোধিরঞ্জন বড়ুয়া, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ প্রমূখ। অনুষ্ঠানে বান্দরবান জেলার ১৮৮ জন, রাঙামাটির ৩৩১ জন ও খাগড়াছড়ির ১৮৮ জনসহ মোট ৮১৩ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়।

Exit mobile version