parbattanews

গরুসহ চোর আটক করলো পানছড়ি থানা পুলিশ

ঈদের আগেই সক্রিয় হয়ে পড়েছে গরু চোরেরা। কিন্তু পানছড়ি থানা পুলিশের কড়া নজরদারীতে তারা আজ নিষ্ক্রিয়। চোরাই গরুসহ চোরকে আটক করে প্রশংসায় ভাসছে পানছড়ি থানা পুলিশ।

জানা যায়, গরু চোরের সক্রিয় দলের সর্দারের নাম মিষ্ট ত্রিপুরা। সে খাগড়াছড়ি সদর উপজেলার ঠাকুরছড়া এলাকায় সেভেন্দ্র লাল ত্রিপুরার ছেলে।

গরু চুরিই তার পেশা বলে জানালেন গোলাবাড়ি ইউপির ৬নং ওয়ার্ড সদস্য রামকুমার ত্রিপুরা।

গরুর মালিক পশ্চিম গোলাবাড়ি এলাকার সুমন ত্রিপুরা জানায়, ৯জুলাই বাড়ির পাশে গরু বাঁধা ছিল। বিকেল ৩টার পর আর খুঁজে পেলাম না। তাই রবিবার (১২জুলাই) সকালে পানছড়ি থানা পুলিশের সহযোগিতায় পানছড়ি গরু বাজার থেকে চোরসহ গরু উদ্ধার করে পানছড়ি থানা পুলিশ।

তিনি পুলিশের সার্বিক সহযোগিতা ও আন্তরিকতার প্রশংসা করেন।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. দুলাল হোসেন জানান, আমরা সব সময় আমাদের দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করে থাকি। গরু বাজারসহ পুরো পানছড়িটাই সব সময় আমাদের নজরদারীতে আছে। চোরসহ গরুটি বর্তমানে থানা হাজতে আছে। মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানালেন।

Exit mobile version