parbattanews

গর্জনিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, এক মাসের শিশু আহত

Untitled-1 copyনাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ক্যয়জরবিল এলাকায় মঙ্গলবার বিকাল ৫টায় এক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় বাড়িতে থাকা নগদ টাকা, ধান ও আসবাবপত্রসহ বাড়ির সম্পূর্ণ মালামাল পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

অগ্নিকাণ্ডের সময় এক মাস দু’দিন বয়সের রেহেনা বেগম নামের এক অবুঝ শিশুর শরীরের বিভিন্ন অংশে আগুনে পুড়ে গুরুতর আহত হয়। বর্তমানে আহত অবস্থায় শিশুটি চিকিৎসাধীন আছে। বাড়ীর মালিক দিন মজুর এনায়েত উল্লাহ প্রকাশ মনিয়া কান্না জড়িত কণ্ঠে বলেন, সে পাহাড়ে গিয়েছিল কাজ করতে। বাড়ীতে থাকা তার স্ত্রী নুর আয়েশা বেগম নদীতে গেলে ধৈব কারণে আগুনের সূত্রপাত হয়ে ঘটে।

এ সংবাদ লেখাকালীন সময় পর্যন্ত শিশুটি বেঁচে আছে। এদিকে স্থানীয় সমাজসেবক আব্দুশ শুকুরসহ এলাকাবাসীর  ধারণা, তাদের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। বর্তমানে খোলা আকাশের নিচে মানবতার জীবন যাপন করছে পরিবারটি।

Exit mobile version