parbattanews

গর্জনিয়ায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান শুরু করেছে বিদ্যুৎ বিভাগ

নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামুর গর্জনিয়ার পশ্চিম বোমাংখিল গ্রামের আনোয়ার হোসেনের টমটম গ্যারেজের নামে বৈদ্যুতিক মিটার থাকলেও চোরা সংযোগ টেনে গ্যারেজের ব্যবসা চালিয়ে যাচ্ছিল বীরদর্পে। এর ফলে অর্ধশত টমটমের চার্জের বিদ্যুৎ বিল সাধারণ মানুষের ঘাড়ে উঠে যাচ্ছিলো। এমন অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার অভিযান পরিচালনা করেছে পিডিবির ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক অবৈধ সংযোগের পাশাপাশি গ্যারেজের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেন।

অভিযান প্রসঙ্গে পিডিবির রামু বিদ্যুৎ বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরী বলেন, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগের দায়ে আনোয়ার হোসেনের টমটম গ্যারেজের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুুতি চলছে। এভাবে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করলেন তিনি। পর্যায়ক্রমে বাকি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজের বিষয়েও ব্যবস্থা গ্রহণ করবেন তিনি।

স্থানীয়দের অভিযোগ আনোয়ার হোসেন অবৈধ সংযোগ দিয়ে বছরের পর বছর টমটম গ্যারেজের ব্যবসা চালিয়ে যাচ্ছিলো। তার কারণে বড় ধরণের আর্থিক ক্ষতির শিকার হচ্ছিল স্থানীয়রা। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের বাকি গ্যারেজ ব্যবসায়ীদের উপর নজর রাখার আহবানও জানিয়েছেন তারা।

Exit mobile version