parbattanews

গর্জনিয়ায় খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল কাচিখোলা গ্রামে খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিঝ বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র জুনাইদুল করিম (৮) পিতা মো. হোছন। মো. হোছন গর্জনিয়ার কাচিখোলা স্থায়ী ভাবে বসবাস করলেও সে বাইশারী ইউনিয়নের ভোটার বলে তিনি জানান।

শনিবার (১১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বাইশারী ও গর্জনিয়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা ফারিখাল নামক স্থানে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী মৃত শিশুটির বড় ভাই মো. সাঈদী জানান, আনুমানিক দুপুর ১টার দিকে তার ছোট ভাইসহ গ্রামের আরো শিশুদের সাথে বাড়ির পার্শ্ববর্তী খালে গোসল করতে যায়। গোসল শেষে তার ছোট ভাই জুনাইদুল করিমকে খুঁজে না পেয়ে বাড়িতে মা বাবাকে জানালে দ্রুত খালে গিয়ে দেখতে পায় শিশু সন্তানের লাশ পানিতে ভেসে রয়েছে। ওই সময় এলাকার আরো লোকজন পানিতে নেমে শিশুটিকে উদ্বার করে।

খবর পেয়ে পার্শ্ববর্তী বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. লিয়াকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।

এছাড়া খবর পেয়ে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মন্জুর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক মাহবুবুল আলম পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন।

উল্লেখ্য, ধান চাষের জন্য খাল বাঁধ দেওয়ার ফলে খালে প্রচুর পানি ছিল। যার কারনে শিশুটি পানির ভিতর পড়ে গিয়ে মৃত্যু হয়েছে।

Exit mobile version