parbattanews

গর্জনিয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

রামুর গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখিল গ্রামে বন্যার পানিতে ডুবে তিন বছরের এক শিশু প্রাণ হারিয়েছে।

মঙ্গলবার (১২ জুন) দুপুর বেলা এই ঘটনা ঘটে। শিশুটির নাম মোহাম্মদ জুনায়েদ। সে একই গ্রামের নুরুল হুদার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম মুঠোফোনে জানান, বন্যার পানি বেড়ে যাওয়ায় নিচু এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে ছুটছিলেন নুরুল হুদার পরিবার। এরই মধ্যে তার শিশু সন্তান জুনায়েদ পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা অল্পক্ষণ পর তাকে উদ্ধার করে গর্জনিয়া বাজারের একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

এদিকে গর্জনিয়া ইউনিয়নের সামাজিক উদ্যোক্তা শাহারিয়ার ওয়াহেদ চৌধুরী বলেন, কয়েক দিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যা দেখা দিয়েছে। গর্জনিয়া সেতুর ঝুঁকিপূর্ণ এপ্রোচটিও নদীগর্ভে ফের বিলীন হতে চলেছে।

কচ্ছপিয়া ইউনিয়নের যুবনেতা রেজাউল করিম টিপু বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে দোছড়ি নারিকেল বাগানের অংশটি আবারও ভেঙে যাচ্ছে।

Exit mobile version