parbattanews

গর্জনিয়া আদর্শ শিক্ষা নিকেতনে ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

বাইশারী প্রতিনিধি:

রামু উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত গর্জনিয়া আদর্শ শিক্ষা নিকেতন। যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনসহ ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯মার্চ) সকাল ৯টার সময় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য আব্দুল জব্বারের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রবীন ব্যক্তিত্ব ও সমাজ সেবক মো. আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ইয়াহিয়া চৌধুরী, আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, বড়বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, থোয়াঙ্গাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, পূর্ব জুমছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম বেগম, থিমছড়ি হামিদিয়া দাখিল মাদ্রাসা প্রধান শিক্ষক মাওলানা আবু তাহের, থিমছড়ি অরবিট একাডেমীর প্রধান শিক্ষিকা ইয়াছমিন আক্তার, হালিমা চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমেনা বেগম প্রমুখ।

ক্রীড়া অনুষ্ঠানে গর্জনিয়া আদর্শ শিক্ষা নিকেতন, থোয়াঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব জুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, থিমছড়ি হামিদিয়া দাখিল মাদ্রাসা, থিমছড়ি হালিমা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, থিমছড়ি অরবিট একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের মার্চ প্যারেডের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীরা প্রধান অতিথিকে মার্চ প্যারেডের মাধ্যমে সালাম প্রদান করেন।

এছাড়া দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহান স্বাধীনতা দিবসের উপর আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

Exit mobile version