গর্ভবতী গাভীর মাংস বিক্রয়ের জন্য এক কসাইকে ২০ হাজার টাকা জরিমানা

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের বাজারে গর্ভবতী গাভীর মাংস বিক্রির জন্য এক কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ি বাজারে উপজেলা নির্বাহী অফিসার( নির্বাহী ম্যাজিস্ট্রেট) সাদিয়া অফরিন কচির নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি জানান, নাইক্ষ্যংছড়ি থানার এসআই মো. জাফর ইকবাল ও স্হানীয় ইউপি সদস্য এর গোপন সূত্র ধরে এ অভিযান চালানো হয়। এসময় মাংস ব্যবসায়ী মো. সেলিম কে আইনের ২৯১ ধারা’য় ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে। ভোক্তাদের অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানায় বাজার ব্যবসায়ী ও স্হানীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন