parbattanews

কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে ৯ঘন্টার ব্যবধানে ২ যুবকের মৃত্যু

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিউবো এলাকায় পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে মো. শোয়েব আহমেদ (২৮) নামের এক যুবক আত্নহত্যা করেছে। এদিকে বন্ধুদের ফাঁস শিখাতে গিয়ে মৃত্যুবরণ করেছে মো. নাইমুর রহমান নয়ন (২২)নামের আরেক যুবক।

সোমবার (২৫ জানুয়ারি) ভোর ৫টায় কাপ্তাই ইউনিয়নের বিউবো প্রজেক্ট এলাকায় এই দুটি ঘটনার খবর জানা যায়।

নিহত শোয়েব কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের গাড়ি চালক খয়েজ আহমদ তরুনের ছেলে। সে পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে বিনাশ্রমে শারীরিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বলেন, ‘রোববার (২৪ জানুয়ারি) রাত ৯টায় প্রজেক্ট এলাকায় পারিবারিক কলহের জেড়ে ওড়না পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে শোয়েব গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। অন্যদিকে নাইমুর রহমান নয়ন নামের এক যুবক বন্ধুদের সাথে মজা করে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করেন।’

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, পরে পৃথক,পৃথক ভাবে ২জনকে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বিউবো হাসপাতাল ও মিশন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

বিয়ষটির সত্যতা নিশ্চিত করে কাপ্তাই ফাঁড়ির ইনচার্জ পীযূষ কান্তি দাশ বলেন, আমি বর্তমানে স্পটে নেই। তবে এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়ভাবে জানতে পেরেছি বলে।

Exit mobile version