parbattanews

গাঁজার পোটলাসহ আটক মায়ারানী’কে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

কারাদণ্ড

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই হতে আটকৃত গাঁজা বিক্রেতা মহিলা মায়ারানীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য রাখার অপরাধে মায়ারানীকে এই কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনর্চাজ কামরুল ইসলামের নেতৃত্বে গোপান সংবাদের ভিত্তিতে উপজেলার নতুনবাজার  এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে স্থানীয় কামাল হোসেনের স্ত্রী মায়ারানী প্রকাশ ‘মাইনী’কে ১১ পোটলা গাঁজাসহ আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাতেই উক্ত মহিলাকে কাপ্তাই থানায় সোর্পদ করা হয়। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের ভ্রাম্যমান আদালতে মায়ারানীকে কারাদণ্ডাদেশ দিয়ে রাঙ্গামাটি আদালতে  সোর্পদ করা হয়।

উল্লেখ্য, কিছুদিন পূর্বেও কাপ্তাই এলাকা থেকে ফুলবানু নামে এক মহিলাকে গাঁজা ও ইয়াবাসহ আটক করে রাঙ্গামাটি কোর্টে চালান করা হয়েছিল।

Exit mobile version