parbattanews

গাউসিয়া কমিটি বাংলাদেশ খাগড়াছড়ি জেলার অভিষেক

গাউসিয়া কমিটি বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা’র নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে দি কিং অব খাগড়াছড়ির হলরুমে এ অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গাউসিয়া কমিটি বাংলাদেশ’র জেলা শাখার সভাপতি হাজী মো. রফিক উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান (সাবেক কমিশনার) আলহাজ্ব পেয়ার মুহাম্মদ।

অনুষ্ঠানে এপিবিএন স্কুলের সিনিয়র শিক্ষক মো. আলম শাহ’র সঞ্চালনায় বক্তারা বলেন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। তাই ইসলাম ধর্মের বিশ্ব শান্তির অমর বাণী বিশ্ববাসীর কাছে সঠিকভাবে তুলে ধরাই হচ্ছে আমাদের দায়িত্ব। নবীজির আদর্শকে লালন করে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার ঘটানোই হবে প্রকৃত মুসলমানের দায়িত্ব ও কর্তব্য।

আলোচনা সভার পরপরেই গাউসিয়া কমিটি বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা’র নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাহবুব এলাহী, যুগ্ম-মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল হাসান, মানিকছড়ি শাখার সভাপতি মাওলানা বেলাল উদ্দিন, সিনিয়র সহসভাপতি হাজী সালেহ আহমেদ প্রমুখ।

নিউজটি ভিডিওতে দেখুন:

গাউসিয়া কমিটি বাংলাদেশের খাগড়াছড়ি জেলা শাখার অভিষেক

Exit mobile version