parbattanews

গাজায় ইসরাইলের ‘যুদ্ধাপরাধ’ তদন্তে হেগের আদালতকে দক্ষিণ আফ্রিকার অনুরোধ

দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতকে অবরুদ্ধ গাজায় দখলদার ইসরাইলের যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগ তদন্ত করার অনুরোধ করেছে দক্ষিণ আফ্রিকা।

প্রেসিডেন্ট সিরিল রামাফোসা কাতারে রাষ্ট্রীয় সফরের সময়ে এই ঘোষণাটি দেন। সেখানে তিনি সে দেশের শাসকদের সঙ্গে গাজায় অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বলে জানান।

তিনি বলেন, “গাজায় এখন যা হচ্ছে আমরা উভয়ই তার নিন্দা জানাই। গাজা এখন একটি কনসেন্ট্রেশান ক্যাম্পে পরিণত হয়েছে, যেখানে গণহত্যা চলছে।”

রামাফোসা বলেন, গত মাসে হামাস যখন ইসরাইলে আঘাত হেনে কিছু লোককে হতাহত ও জিম্মি করে নিয়ে যায়, তখন দক্ষিণ আফ্রিকা এই সব কর্মকাণ্ডেরও বিপক্ষে ছিল।

ইসরাইলি বর্বর হামলার সমালোচনা করে তিনি বলেন, গাজার অবরুদ্ধ হাসপাতালগুলিতে মানুষ যেন, “মাছির মতো মারা পড়ছে।”

তিনি বলেন “দক্ষিণ আফ্রিকা হিসেবে আমরা অন্যান্য দেশের সঙ্গে মিলে মনে করেছি ইসরাইলি সরকারের এই সামগ্রিক কর্মকাণ্ডকে আন্তর্জাতিক অপরাধ আদালতের সামনে উপস্থাপন করা যথার্থ,”।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ উইটওয়াটারসর‌্যান্ড ইউনিভার্সিটির ল’ স্কুলের ভিজিটিং প্রফেসার মিয়া সোয়ার্ট বলেন,” আইসিসিকে সম্ভবত এই দাবি তদন্ত করে দেখতে হবে। এটি হবে এক দীর্ঘ প্রক্রিয়া”।

উল্লেখ্য, ফিলিস্তিনিদের সবচেয়ে উচ্চকন্ঠ আন্তর্জাতিক সমর্থক হলো দক্ষিণ আফ্রিকা।

Exit mobile version