গুইমারাকে উপজেলা ঘোষণার দাবীতে এক কাতারে আওয়ামীলীগ-বিএনপি নেতারা

1463469_531531366941155_1613941261_n
 
 
স্টাফ রিপোর্টার, পার্বত্যনিউজ :
দেশের রাজনীতিতে যখন চলছে অস্থিরতা, টানাপোড়েন, জ্বালাও-পোড়াও আর সহিংসতা ঠিক তখনই শাসকদল আওয়ামীলীগ ও প্রধান বিরোধী দল বিএনপি একে অন্যের প্রতি সব বিষোদাগার ভুলে জাতীয় ইস্যু কে পেছনে ফেলে খাগড়াছড়ি’র গুইমারাকে প্রশাসনিক উপজেলা বাস্তবায়নের দাবীতে একই মঞ্চে এসে একই কাতারে দাঁড়িয়েছেন স্থানীয় আওয়ামীলীগ-বিএনপি’র নেতাকর্মীরা। বর্তমান সরকারের প্রতিশ্রুত ও নির্বাচনী ওয়াদা বাস্তবায়নের লক্ষ্যে যাবতীয় দাপ্তরিক কার্যক্রম শেষে ১১ নভেম্বর প্রধানমন্ত্রীর আগমনে খাগড়াছড়ি ষ্টেডিয়ামে জনসভায় প্রধানমন্ত্রীর মুখে এখন গুইমারাকে উপজেলায় রুপান্তরের ঘোষনার প্রহর গুনছে গুইমারাবাসী।
 
প্রধানমন্ত্রীর মুখে গুইমারা-কে প্রশাসনিক উপজেলায় রুপান্তরের ঘোষনার দাবীতে গুইমারা সদর ইউনিয়ন পরিষদে সর্বদলীয় এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় দলমত নির্বিশেষে সকলেই অংশ গ্রহন করেন।
 
গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেমং মারমার সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী, গুইমারা থানা আওয়ামীলীগের সভাপতি মো: জাহাঙ্গীর আলম, গুইমারা থানা বিএনপি’র সভাপতি শেখ মিজানুর রহমান, যুবলীগ সভাপতি বিপ্লব শীল, সাধারণ সম্পাদক ইব্রাহীম মীর, থানা যুবদলের সাধারণ সম্পাদক এসএম মিলন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মংসুইচিং মারমা শাস্যে, সাধারণ সম্পাদক সম্রাট শীল, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, থানা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সহ-সভাপতি এম.সাইফুর রহমান, মো: শাহ আলম, থানা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাইফ, ইখতেয়ার উদ্দিন চৌধুরী পলাশ, সাগর চৌধুরী, শিবলু দে সহ আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ সভায় উপস্থিত ছিলেন।
 
সভায় বক্তাদের কন্ঠে দাবী একটাই, ১১নভেম্বর প্রধানমন্ত্রীর মুখে গুইমারাকে উপজেলায় রূপান্তরের ঘোষনা চাই। তারা বলেন, গুইমারাকে উপজেলা ঘোষনা ছাড়া এ মুহুর্তে গুইমারাবাসীর আর কোন দাবী নেই। তারা বলেন, গুইমারাকে উপজেলায় রূপান্তর শুধু গুইমারাবাসীর দাবী নয় এটা আওয়ামীলীগের নির্বাচনী প্রতিশ্রæতিও।
eee
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন