parbattanews

গুইমারাতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গুইমারা প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারাতে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার হাতিমুড়া এলাকায় ৩ বাঙালী কৃষকের বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাহাড়ী বাঙালী উভয়ের সমন্বয়ে আইন শৃঙ্খলা বিষয়ক এ মতবিনিময় সভা করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল রাব্বী আহসান, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ভুইয়া ফরহাদ, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ম্রাগ্য মারমা, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ইউনুস আলী, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন খান, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, গুইমারা থানার এসআই হায়াত, গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান উশেপ্রু মারমা, মানিকছড়ি ইউপি চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান-পাড়াকার্বারী ও তিন উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান বক্তারা।

Exit mobile version