parbattanews

গুইমারাতে ‘আমরা মহালছড়িবাসী’ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Sindukchari picture 1

নিজস্ব প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ি ইউনিয়নের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের শীতার্তদের মাঝে ‘আমরা মহালছড়িবাসী’ সংগঠন শীতবস্ত্র বিতরণ করেছে। শনিবার সকাল সাড়ে ১২টায় সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরী, মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শাহাজান পাটোয়ারী, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন বাবু প্রমূখ।

শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা সকলের কর্তব্য। এরই ধারাবাহিকতায় ‘আমরা মহালছড়িবাসী’ সংগঠনটি সবসময় গরীব মানুষের পাশে থাকবে বলে জানান।

উল্লেখ্য, মহালছড়ি উপজেলার সকল পেশাজীবীর সমন্বয়ে গঠিত সংগঠনের সদস্যদের কর্তৃক প্রদত্ত টাকায় ক্রয়কৃত শীতবস্ত্র উপজেলার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের গরীব শীতার্থদের মাঝে বিতরণ করে যাচ্ছে ‘আমরা মহালছড়িবাসী’ সংগঠন।

Exit mobile version