parbattanews

গুইমারাতে ইউপিডিএফ’র পক্ষে চাঁদাবাজীকালে বাঙালী কালেক্টর আটক

nh

পার্বত্যনিউজ রিপোর্ট:

খাগড়াছড়ি জেলার বাইল্যাছড়ি এলাকায় চাঁদাবাজিকালে এ বাঙালী চাঁদা কালেক্টরকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইউপিডিএফ’র চাঁদা কালেক্টরের দায়ীত্ব পালন করছিল বলে সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, এলাকাবাসীর মাধ্যমে গোপনে খবর পেয়ে সেনাবাহিনী মাটিরাঙ্গা থানার বাইল্যাছড়ির সাইনবোর্ড থেকে তাকে হাতেনাতে আটক করেছে। আটক চাঁদাবাজের নাম মো. হানিফ(২৮)। এদিকে আটকতকৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী এ ঘটনায় ৮ ব্যক্তিকে দায়ী করে গুইমারা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪, তারিখ ১৬-০৬-১৪ইং। মামলার অন্য আসামীরা হলেন, জনি ত্রিপুরা, জিকো ত্রিপুরা, সুদিপ্ত ত্রিপুরা, জামাল উদ্দিন, সজাই মং চাকমা, চিত্ত জ্যোতি চাকমা, থৈচিং মারমা।  আটককৃত উপজাতীয় সদস্যরা ইউপিডিএফ’র সাথে জড়িত এবং আটককৃত হানিফ ইউপিডিএফ’র পক্ষে চাঁদাবাজি করছিলেন বলে সূত্রে জানা গেছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউসুফ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছেন। বাকী আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version