parbattanews

গুইমারাতে দেশীয় তৈরী অস্ত্র গুলি ও চাঁদা আদায়ের রশিদ বইসহ উপজাতি সন্ত্রাসী আটক

আটক

নিজস্ব প্রতিনিধি ॥

খাগড়াছড়ি’র গুইমারাতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে হামিদ্র ত্রিপুরা (৩০), পিতা: কহমনি ত্রিপুরা নামে এক চাঁদাবাজ সন্ত্রাসী’কে আটক করেছে। শুক্রবার মধ্যরাতে গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে জোনের আওতাধীন সুকান্ত মহাজনপাড়ায় অভিযান চালিয়ে দেশীয় তেরী অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বেশকটি চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয় বলে জানাগেছে।

সূত্র জানায়, হামিদ ত্রিপুরা দীর্ঘদিন ধরে সিন্দুকছড়ির বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছে। শুক্রবার রাতে সুকান্ত মহাজন পাড়ায় চাঁদাবাজি কালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি, এক রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করে সেনা সদস্যরা। আটককৃত সন্ত্রাসী পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউফিডিএফ এর কালেক্টর বলে জানা গেছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউসুফ মিয়া জানান, সকালে আটককৃত’কে গুইমারা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে অস্ত্র আইনে মামলা হয়েছে।

Exit mobile version