parbattanews

গুইমারাতে বজ্রপাতে ৪ গরু নিহত

এম. সাইফুর রহমান, খাগড়াছড়ি:

ঠাঢা পড়ে বগা মরার প্রবাদটি ছোট বড় প্রায় সবারই জানা আছে। কিন্তু ঠাঢা পড়ে গরু মরার গল্পটি অনেকটা হাস্যকর হলেও খাগড়াছড়ির গুইমারাতে এমনটাই ঘটেছে। কৃষক পরিবারে একসাথে বজ্রপাতে ৪টি গরু মারা যাওয়ার ঘটনায় এখন শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে গুইমারা উপজেলার নতুনপাড়া এলাকার সুবুর মারমার বাড়িতে বজ্রপাতে ৪টি গরু নিহত হয়। নিহত গরুগুলোর মধ্যে ২টি গাভী ও ২টি বলদ রয়েছে। সকালে খবর পেয়ে স্থানীয় অসংখ্য মানুষ নিহত গরুগুলোকে দেখতে ভিড় জমায়। আবার কেউবা রশিকতার চলে বজ্রপাতে নিহত গরুতে মেগনেট খুঁজছে।

সুবুর মারমা জানান, রাতভর প্রচণ্ড বৃষ্টির মাঝে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। কিন্তু বৃষ্টি ও শিলাবৃষ্টির মাত্রা অতিরিক্ত হওয়ায় রাতে ঘর থেকে বের হওয়া সম্ভব হয় নি। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে থাকা চারটি গরুই মরে পড়ে আছে। পরে স্থানীয়দের সহযোগিতায় দুপুরে মৃত গরুগুলোকে কবর দেয়া হয়।

সুবুর মারমা কান্নাজড়িত কণ্ঠে জানান, বর্তমানে গরুগুলোর বাজার মূল্য প্রায় ২লাখ টাকা। একসাথে আমার সব শেষ হয়ে গেলো।

তবে ঘটনা যাই হোক, সরকারীভাবে ক্ষাতিগ্রস্ত এ পরিবারটিকে যদি একটু সহযোগিতা দেয়া হয় তাহলে হয়তো পুনরায় স্বচ্ছল হওয়ার সুযোগ পাবে এ কৃষক পরিবারটি।

Exit mobile version