parbattanews

গুইমারাতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

গুইমারা প্রতিনিধি:

‘জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’ এ শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির নব সৃষ্ট গুইমারা উপজেলায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সকালে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস কর্মকর্তা সুদৃষ্টি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল হারুন, গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, গুইমারা ইউপি চেয়ারম্যান মমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান উষেপ্রু মারমা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিত্যক্ত পুকুর ও লেক সংস্কারের মাধ্যমে মৎস্য চাষের উদ্যোগ গ্রহন করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। পরে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য সফল চাষীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও মৎস চাষীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version