parbattanews

গুইমারাতে বৈসাবি’কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য রালি

Untitled

নিজস্ব প্রতিনিধি:

পাহাড়ের বর্ষ বিদায় ও বরণ উৎসব বৈসাবী, প্রাণেন এ উৎসবকে ঘিরে প্রতিবছর পাহাড়জুড়ে সপ্তাহব্যাপী চলে বৈসাবির আমেজ। এ উৎসবকে মারমা ভাষায় সাংগ্রাইন, ত্রিপুরাদের ভাষায় বৈষু আর চাকমা ভাষায় বিঝু বলা হয়। বিকালে খাগড়াছড়ির গুইমারা উপজেলা সাংগ্রাইং উৎযাপন কমিটির উদ্যোগে এক বর্ণঢ্য র‌্যালি বের করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর নেতৃত্বে র‌্যালিটি উপজেলার রামসু বাজার এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে তুলে ধরা হয় উপজাতীয়দের ঐতিহ্য। র‌্যালিতে অন্যন্যের মধ্যে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমাসহ কয়েক হাজার উপজাতীয় তরুণ তরুণীরা অংশ গ্রহণ করেন।

বুধবার চলতি বাংলা বছরের শেষ দিন। এ দিনে অথিতি আপ্যায়ন করে পুরাতন বছরকে বিদায় দেবে এবং নতুন বছরকে সাদরে গ্রহণ করবে পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন।

Exit mobile version