গুইমারায় অবৈধভাবে মাটি কাটায় মদিনা ব্রিকফিল্ডকে একলক্ষ টাকা জরিমানা

fec-image

খাগড়াছড়ির গুইমারাতে ইটভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার অপরাধে ভাটা মালিক জালালকে একলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(৬ জানুয়ারি) সকাল ৯টায় গুইমারার বাইল্যাছড়িতে এ অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ।

এসময় মাটিভর্তি একটি মিনি ট্রাক আটক করে অনুমতিবিহীন মাটি কেটে ইটভাটায় পরিবহণের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের জন্য আইনের ১৫ (১) এর ক উপধারায় এ জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গুইমারা থানার ওসি তদন্ত শফিকুর রহমানসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকরী নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ জানান, গুইমারায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান আছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, গুইমারা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন