parbattanews

গুইমারায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

বুধবার (৮ মার্চ) সকাল থেকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গুইমারায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অনুষ্ঠানে অতিথিগণ নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং উন্নত বাংলাদেশ গড়ার পথে নারীদের ভূমিকার বিষয়ে আলোকপাত করেন।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে নারীর গ্রহনযোগ্যতা নিশ্চিত করতে হবে।

এছাড়া অনুষ্ঠানে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মহিলা বিষক অধিদপ্তরের কর্মকর্তা হাছিনা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী চৌধুরী, গুইমারা থানার ওসি রাজিবকর, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরাসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা/কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Exit mobile version