parbattanews

গুইমারায় আ’লীগের নির্বাচনী প্রচারণা

গুইমারা প্রতিনিধি:

গুইমারার উপজেলার প্রত্যন্ত পাহাড়ি পল্লি গুলোতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক নিয়ে বেশ জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। পথসভা, উঠান বৈঠক, গণসংযোগ আর বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার মধ্য দিয়ে রীতিমত ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো।

বুধবার বিকালে স্বরজমিনে গিয়ে দেখাযায়, উপজেলার বিভিন্ন এলাকায়  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমার নেতৃত্বে নৌকা প্রতীক প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরার পক্ষে তিনটি ইউনিয়নে মোট ১৫টি টিম একযোগে ঐক্যবদ্ধভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন ।

উপজেলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট চেয়ে দৈনিক বেশ কয়েকটি উঠান বৈঠকসহ পথসভা করেন তারা। এসময় উপজেলার সকল সম্প্রদায়ের আওয়ামী সমর্থিত জনগণকে  অংশগ্রহণ করতে দেখা গেছে।

নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকে মেমং মারমা বর্তমান সরকারের সময়ে নবসৃষ্ট গুইমারা উপজেলায় গত ১০ বছরে উন্নয়নের চিত্রকে সাধারণ ভোটারদের মাঝে তুলে ধরেন। শান্তিচুক্তির ফলে পাহাড়ি বাঙ্গালীর শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠাসহ উপজেলায় উন্নয়নের ধারা অব্যহত রাখার লক্ষে দ্বিতীয় বারের মত আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে ভোট চান ।

এ সময় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, দপ্তর সম্পাদক রাম্প্রুচাই চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক ডা. নুরুন নবী, প্রকল্প চেয়ারম্যান আ. কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত  ছিলেন।

অপর দিকে উপজেলা বিএনপির সভাপতি মো. ইউচুপের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম ফরহাদ ভূইঁয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

Exit mobile version