parbattanews

গুইমারায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পেলো আরও ৬৫ পরিবার

সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের ২য় ধাপে ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত জমি ও গৃহ প্রদান কার্যক্রমে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ৬৫ পরিবারকে তাদের জমির দলিল ও গৃহের চাবি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদের হল রুমে প্রধানমন্ত্রীর পক্ষে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম আবদুল বাতেন (শিক্ষা ও আইসিটি) এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন।

এ সময় গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মো. বাতেন।

এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version