parbattanews

গুইমারায় উন্নয়ন প্রকল্পের পরিদর্শনে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেডক্রস এর কর্মকর্তা

গুইমারা প্রতিনিধি:

গুইমারায় ইকোসেক ও ওয়াচ উন্নয়ন প্রকল্পের পরিদর্শন করলেন ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেডক্রস এর কর্মকর্তা বেলিরিয়া মেইলহুড।

বৃহস্পতিবার(৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার চিংগুলিপাড়া এলাকায় ৬৭ পরিবারের মাঝে  প্রদত্ত উন্নয়ন প্রকল্পের পরিদর্শন করেন তিনি। এ সময় ফ্রান্সের নাগরিক ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেডক্রস এর কর্মকর্তা বেলিরিয়া মেইলহুড এর সাথে সফর সঙ্গী হিসেবে জয়েস খিসাসহ মোট তিনজন কর্মকর্তা ছিলেন।

জানা যায়, চিংগুলি পাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তিন বছর মেয়াদি দুটি প্রকল্পের আওতায় উপজাতীয় ৬৭ পরিবারকে পশু পালনের জন্য ত্রিশ হাজার টাকা হারে একটি করে নলকুপ স্থাপন এবং স্যানিটেশন টয়লেট নির্মাণ করে দেয়া হয় । পরিদর্শনকালে তিনি কাজের মান ও অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় স্থানীয় ইউপি সদস্য সুইউ মারমা সহ স্থানীয়রা তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।

Exit mobile version