parbattanews

গুইমারায় একই স্থানে পৃথক দু’টি বাস দূর্ঘটনায় আহত-২০

গুইমারা প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকায় শুক্রবার(১ সেপ্টেম্বর) একই স্থানে  দুই দুই বার বাস দূর্ঘটনায় মোট ২০জন আহত হয়েছে।

সকাল ৯টার সময় খাগড়াছড়ি টু চট্রগ্রাম গামী একটি বাস (যার নং চট্রমেট্রোজ ১১-০০৩৫) গুইমারা বুদং পাড়া নামক স্থানের মেইন রোডে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি বাসের পিচন থেকে ধাক্কা মেরে মুল সড়কের বাইরে চলে যায় বাসটি।

গাড়িতে তেমন কোন যাত্রী না থাকায় ৫জন যাত্রী আহত হয়। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন গুইমারা থানার পুলিশ আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য গুইমারা বিজিবি হাসপাতালে প্রেরন করে গাড়িটি গুইমারা থানায় নিয়ে আসে পুলিশ।

একই স্থানে বিকাল ৪টার সময় ফেনী থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী হিল কিংফেনী জ(১১০০৩৭) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে জমিতে গিয়ে পড়ে যায়। এ দুর্ঘটনায় আহত হয় ১৫জন।

আহতরা বর্তমানে মাটিরাঙ্গা হাসপাতাল ও জ্বালিয়া পাড়া বিজিবি হাসপাতালে আছে বলে খবর পাওয়া গেছে।তবে চালক হেলপার ঘটনার সঙ্গে সঙ্গে পালিয়ে যায়।

এবিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ যোবায়েরুল হক জানান, ঈদ মুহুর্তে নিজ নিজ বাড়িগামী সাধারণ যাত্রীদের নিয়ে নিরাপদে গাড়ি চালানো উচিত ছিল চালকদের। চালকদের বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান তিনি।

Exit mobile version