parbattanews

গুইমারায় কমিউনিটি পুলিশিং ডে পালন

ধর্ষন, নারী নির্যাতন ও ইভটিজিং বন্ধ করি, নিরাপদ দেশ গড়ি, বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন, মাদককে না বলি, নারী নির্যাতন মুক্ত সমাজ গড়ি এমন ফেস্টুন, ব্যানার হাতে নিয়ে গুইমারা থানার বর্ণিল আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুলিশ বক্সের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। থানার অফিসার ইনর্চাজ (ওসি) মিজানুর রহমানের সভাপতিত্বে র‌্যালিতে উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মার্মা , হাফছড়ি পুলিশ ফাড়িঁর ইনর্চাজ পেয়ার আহমেদ, ওসি তদন্ত সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, কমিউনিটি পুলিশ সদস্য, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ অন্যরা অংশগ্রহণ করেন।

এসময় ওসি মিজানুর রহমান বলেন, প্রত্যন্ত এলাকায় পুলিশের সেবা পৌঁছে  দেওয়ার লক্ষে সারাদেশব্যাপি কমিউনিটি পুলিশিং ডে পালন করছে। জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বত্র যাতে শান্তি শৃংখলা বজায় রাখা যায় সে লক্ষে কাজ করছে কমিউনিটি পুলিশ।

Exit mobile version