parbattanews

গুইমারায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

গুইমারা প্রতিনিধি:

“বিজ্ঞান ও প্রযুক্তিই অগ্রগতির মূল শক্তি ” এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন এবং ৪০তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালিটি  উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুইমারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

বুধবার সকালে র‌্যালি শেষে এ মেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান আনাম।

এসময় অন্যান্যের মধ্যে গুইমারা থানা অফিসার ইনর্চাজ বিদ্যুত কুমার বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং র্মামা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিনা চাকমা, মৎস কর্মকর্তা সুদৃষ্টি চাকমা, গুইমারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশিল রঞ্জন পালসহ স্কুল কলেজ থেকে আগত শিক্ষক ও ছাত্র-ছাত্রীরাঅংশ গ্রহণ করে।

মেলায় স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ৮ স্টলে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রজেক্টের প্রদর্শনী হয়।

Exit mobile version