parbattanews

গুইমারায় দুস্থ মহিলাদের মাঝে ভিজিডি কার্ড ও চাল বিতরণ

গুইমারা প্রতিনিধি:

দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক গৃহীত দুই বছর মেয়াদী চলমান উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে খাগড়াছড়ির গুইমারা উপজেলার তিনটি ইউনিয়নে  ১ হাজার ৫০ জন দুস্থ মহিলাদের মাঝে ভিজিডি র্কাড ও চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে হাফছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভিজিডি কার্ড ও চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন,মহিলা বিষয়ক কর্মকর্তা জিনা চাকমা, ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরীসহ পরিষদের সদস্য বৃন্দ।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী বলেন, অসহায় দুস্থ মহিলাদের স্বাবলম্বী করে তুলতে এ কার্যক্রমের মাধ্যমে প্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণ করা হবে। পাশাপাশি দুস্থ মহিলাদের নিকট থেকে দুইশ’ টাকা করে সঞ্চয় হিসেবে নিয়ে দুই বছর মেয়াদ শেষে এককালীন দেওয়া হবে। যাতে করে সঞ্চয়ের টাকা দিয়ে গরু, ছাগল ও হাসঁ-মুরগি পালন করে তারা স্বাবলম্বী হতে পারে।

Exit mobile version