parbattanews

গুইমারায় নানা আয়োজনে শান্তি চুক্তির ২১তম বর্ষপূর্তি পালনের প্রস্তুতি

গুইমারা প্রতিনিধি:

গুইমারায় নানা আয়োজনে এবারও পালিত হবে পার্বত্য চট্রগ্রাম শান্তি চুক্তির ২১তম বর্ষপূর্তি।

গুইমারা সেনা রিজিয়নের উদ্যোগে আগামী ২ ডিসেম্বর (রবিবার) চুক্তি স্বাক্ষরের ২১ বছর পূর্তি উদযাপন উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে প্রশাসনিক সূত্র নিশ্চিত করেছেন।

রিজিয়ন সূত্র জানিয়েছে, এবারের আয়োজনে রয়েছে র্বনাঢ্য র‌্যালি, শান্তির পায়রা উড়ানো, দুই দিনব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভলিবল খেলা, আলোচনা সভা, পুরস্কার বিতরনীসহ নানান আয়োজন।

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুল ইসলামের নেতৃত্বে গুইমারা রিজিয়নের আওতাধীন সকল সেনা জোন ও  বিজিবির অধিনায়কগণ এবং খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ সকল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কমর্হকর্তাগণ  এবং স্থানীয়  রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার পাহাড়ি-বাঙ্গালীরা অংশ গ্রহণ করবেন।

এছাড়াও রিজিয়নের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সকল পর্যায়ের মানুষ উৎসব হিসেবে বর্ষপূর্তির এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন। এর পাশাপাশি উপজেলাগুলোতে সেনা জোনের উদ্যোগে পৃথকভাবে শান্তি চুক্তির ২১তম বর্ষপূর্তি পালন করা হবে বলে জানা গেছে।

Exit mobile version