parbattanews

গুইমারায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহারে সহায়তা প্রদান

খাগড়াছড়ির গুইমারায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৫৪টি বৌদ্ধ বিহারে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) খাগড়াছড়ি জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী গুইমারায় আনুষ্ঠানিকভাবে এ সহায়তা বিতরণ করেন।

উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলাপরিষদের সদস্য ক্যজরি মারমা, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, মংশে চৌধুরী, রেদাক মারমা প্রমুখ। ৫৪টি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এ সহায়তা গ্রহণ করেন।

গতকাল বুধবার (২৫ অক্টোবর) জেলা প্রশাসকের পক্ষ থেকে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা গুইমারা উপজেলার ১২৪টি বৌদ্ধ বিহারে আনুষ্ঠানিকভাবে সহায়তা বিতরণ করেন। উপজেলা হলরুমে এ বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পালসহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় ১২৪টি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এ সহায়তা গ্রহণ করেন।

উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠিত হবে।

Exit mobile version