parbattanews

গুইমারায় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা

গুইমারা প্রতিনিধি:

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘মুক্তিযোদ্ধাদের বিজয়, আমাদের বিজয়’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে।

বৃহস্পতিবার(১৩ ডিসেম্বর) দুপুরে সেনাবাহিনীর ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোন কর্তৃক আয়োজিত অত্র অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ” এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার একেএম সাজেদুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধারা  নিজেদের জীবন বাজি রেখে  যুদ্ধে অংশগ্রহণ না করলে   আজও  বাঙালিরা নিজেদের স্বাধীন জাতি ভাবতে পারত না, পরাধীনতার শিকল হয়তো আমাদের আজও  তাড়া করে বেড়াত ।

গুইমারা সাবজোন অধিনায়ক ক্যাপ্টেন মুফতি মাহমুদ জয়’র সঞ্চালনায় সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, পাজেপ সদস্য আ. রাজ্জাক, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্গো মারমা, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশেপ্রু মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, গুইমারা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ম্রাসোথোয়াই মগ, মুক্তিযোদ্ধা সংসদ মানিকছড়ির কমান্ডার শফিউল আলম চৌধুরী, গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেমং মারমা প্রমুখ বক্তব্য রাখেন।

১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মানিকছড়ি সার্কেলের পুলিশ সুপার মো. মেহেদী হাসান, জোন উপ-অধিনায়ক মেজর তৌহিদ সালাহ উদ্দিন, জোনের আরএমও ক্যাপ্টেন মাহমুদ, গুইমারা থানার ওসি বিদ্যুৎ কুমার বড়ুয়া, পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমাসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বর্তমান সরকারকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আখ্যায়িত করে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পক্ষে নিজেদের প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধাদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে শীতবস্ত্র ও বিনোদনের জন্য ২টি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের হাতে ২ টি টেলিভিশন তুলে দেন রিজিয়ন কমান্ডার।

পরে সিন্দুকছড়ি জোন  অধিনায়কের আমন্ত্রণে প্রীতিভোজে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা।

এর আগে বিজয় দিবসের শুভেচ্ছা স্বরুপ আগত অতিথিদের জোনের পক্ষ হতে  বিনামূল্যে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি করে বই ও মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয় সিন্দুকছড়ি জোন।

Exit mobile version